Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ অক্টোবর, ২০১৬ ০৩:১৭
গ্রামীণফোনে নতুন সিইও ফারবার্গ
নিজস্ব প্রতিবেদক
গ্রামীণফোনে নতুন সিইও ফারবার্গ

গ্রামীণফোনে অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন পেটার-বি ফারবার্গ। গতকাল গ্রামীণফোন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফারবার্গ গ্রামীণফোনের বর্তমান সিইও রাজীব শেঠির স্থলাভিষিক্ত হবেন।

২০১৪ সালের নভেম্বর থেকে শেঠি গ্রামীণফোনে কর্মরত ছিলেন এবং তিনি অন্যত্র কাজ করবেন। গ্রামীণফোনের বোর্ড অব ডিরেক্টর পেটার-বি ফারবার্গকে (৪৯) কোম্পানির অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে, যা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

 একই সঙ্গে ফারবার্গ টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও কাজ করবেন।

বর্তমানে পেটার-বি ফারবার্গ ব্যাংককভিত্তিক টেলিনর ডিজিটাল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি তিন বছর টেলিনর মিয়ানমারে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। ১৯৯৮ সালে টেলিনরে যোগ দেওয়ার পর থেকে তিনি ডিট্যাকের চিফ ফিন্যানশিয়াল অফিসার ও চিফ মার্কেটিং অফিসার এবং টেলিনর গ্রুপের হেড অব ফিন্যানশিয়াল সার্ভিসসহ বিভিন্ন উচ্চপদে কাজ করেন।

এই পাতার আরো খবর
up-arrow