বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আজ ১১তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস আজ। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় হিসেবে পদার্পণ করতে যাচ্ছে ১১ বছরে। পাশাপাশি এর মূল প্রতিষ্ঠানটি পা রাখতে যাচ্ছে ১৫৮ বছরে। ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত পুরান ঢাকার ‘ব্রাহ্মস্কুল’ পরে টাঙ্গাইলের বালিয়াটির জমিদার জগন্নাথ রায় চৌধুরীর ছেলে কিশোরীলাল চৌধুরী ১৮৭২ সালে ‘জগন্নাথ স্কুলে’ রূপ দেন।

দিবসটি উপলক্ষে আজ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা। বিকালে জবির বিজ্ঞান অনুষদ চত্বরে কনসার্টে মঞ্চ মাতাবেন নগরবাউল ব্যান্ডের জেমস। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে।

সর্বশেষ খবর