Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ অক্টোবর, ২০১৬ ০৩:১৮
ধর্ষণের শিকার কিশোরী ধর্ষক আটক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে কিশোরীর ফুফা ধর্ষক মন্টুকে (৩৫) আটক করেছে পুলিশ।

গতকাল দুপুরে মিরপুরের পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর গ্রামের বাড়ি বগুড়ায়।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরী ঢাকায় তার ফুফুর বাসায় বেড়াতে এসেছিল। তার ফুফু তাকে ঢাকায় রেখে জরুরি কাজে গ্রামের বাড়ি যান। এ সুযোগে ফুফা তাকে ধর্ষণ করেন। গতকাল সে থানায় এসে এমন অভিযোগ করলে তার ফুফাকে আটক করা হয়।

পরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই পাতার আরো খবর
up-arrow