শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঢামেকে আরেক জোড়া শিশুর অপারেশন

স্বজনহারা জোড়া শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরেক জোড়া মেয়ে শিশুর অপারেশন করেছেন চিকিৎসকরা। গতকাল সকালে প্রথম দফার অপারেশন করেন শিশু সার্জারি বিভাগের চিকিৎসক ডা. সাহনূর ইসলাম। চিকিৎসকরা জানান, শিশুর দুই শরীরের পিছনের অংশ জোড়া লাগা থাকায় তাদের পায়ুপথ অনেক সরু ছিল। তারা ঠিকমতো পায়খানা-প্রস্রাব করতে পারছিল না। এতে তাদের পেট ফুলে যায়। আলাদাভাবে রাস্তা করার জন্য এই অপারেশন করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জোড়া শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে তার স্বজনরা হাসপাতালে ফেলে চলে যাওয়ার পর তা কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই ছিল। বুধবার রাত পৌনে ১টার দিকে নানাবিধ অসুস্থতার কারণে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর