শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কনটেইনারের ওজন সনদ মাশুল হাজার টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজীকরণের আগে ভ্যারিফাইড গ্রস ম্যাস (ভিজিএম) বা ওজন সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে গত ১ জুলাই থেকে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এর নির্দেশে এই সনদ দেওয়া নেওয়ার প্রক্রিয়া  শুরু হলে প্রতি কনটেইনারে মাশুল দিতে হচ্ছে এক হাজার টাকা করে। এই হিসাবে বছরে প্রায় ১০ লাখ কনটেইনার পণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারকদের অন্তত ১০০ কোটি টাকা দিতে হবে ১৬টি অফ ডক মালিককে। জুলাই থেকে এই ওজন সনদ বাধ্যতামূলক করা হলেও এতদিন মাশুল নির্ধারণ নিয়ে উভয়পক্ষে বিরোধ ছিল। অফ ডক ইয়ার্ডের মালিক পক্ষ এতদিন প্রতি কনটেইনার ওজন সনদ দিতে ১৫০০ টাকা দাবি করে আসলেও তা অপরিশোধিত থেকে যায়। সর্বশেষ গত বুধবার নিয়ম কার্যকরের সাড়ে তিন মাস পর এক বৈঠকে এক হাজার টাকা ফি নির্ধারিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর