শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে জবি দিবস উদযাপিত

জবি প্রতিনিধি

উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ সময় ৩৬টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর