শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জামায়াত আমির মকবুলের ৭১’র ভূমিকা খতিয়ে দেখার দাবি তরিকতের

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের ভূমিকা তদন্ত করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন। গতকাল এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারী এমপি ও মহাসচিব এম এ আউয়াল এ দাবি জানিয়ে বলেন, জামায়াতের নতুন আমিরের একাত্তরের ভূমিকা নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তার ফেনী জেলার মুক্তিযোদ্ধা সংসদ থেকেও বলা হচ্ছে, যে মকবুল আহমাদের ইন্ধনে হিন্দু পরিবারসহ অন্তত ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে। তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা মাওলানা ওয়াজ উদ্দিনকেও তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে সরকারের উচিত দ্রুত তার বিষয়ে সিদ্ধান্তে আসা এবং তদন্ত সংস্থাকে তদন্ত করার নির্দেশ দেওয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর