শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কার্গো কনটেইনারে অচেতন বাংলাদেশি উদ্ধার বিশাখাপত্তনমে

কিং জর্জ হাসপাতালে ভর্তি

দীপক দেবনাথ, কলকাতা

দীর্ঘ ১২ দিন পর কনটেইনারের মধ্যে অচেতন অবস্থায় উদ্ধার করা হলো এক বাংলাদেশি নাগরিককে। বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সমুদ্রবন্দরে বাংলাদেশ থেকে আসা একটি কার্গো কনটেইনার থেকে ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মুহাম্মদ রোহন নামে ঢাকার ওই বাসিন্দা এয়ার কন্ডিশনার মিস্ত্রি। ১২ দিন আগে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারটি নিয়ে যাওয়া হয় বিশাখাপত্তনম বন্দরের উদ্দেশে। বুধবার বিশাখাপত্তনমভিত্তিক সামসারা শিপিং কোম্পানির ওই কনটেইনার থেকে উদ্ধার করা হয় রোহনকে। ১২ দিন ধরে পানি ও খাবার না পেয়ে ওই কনটেইনারের মধ্যেই অচেতন হয়ে পড়েন রোহন। বুধবার কনটেইনারটি খোলার পরই তার মধ্য থেকে রোহনকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষ। এরপরই বন্দর কর্তৃপক্ষের তরফেই ওই ব্যক্তিকে কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়ও। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে পাচার করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। পুলিশের টাউন সার্কেল অফিসার পি. ভেঙ্কট রাও জানিয়েছেন, ‘চট্টগ্রাম বন্দর থেকে এই কনটেইনারগুলো লোড করা হচ্ছিল সে সময়ই ওই ব্যক্তি কনটেইনারের মধ্যে পড়ে গিয়ে থাকতে পারেন। এরপর গত ১২ দিন ধরে ওই কনটেইনারের মধ্যেই ছিলেন। পানি ও খাবার না পাওয়ায় ডিহাইড্রেশনে ভুগছিলেন। এটা খুবই আশ্চর্যের যে, তিনি এখনো বেঁচে আছেন। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়েছি। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন, সুস্থ হলেই প্রকৃত কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর