Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ অক্টোবর, ২০১৬ ২৩:১৯
শেষ হলো ডিজিটাল মেলা
নিজস্ব প্রতিবেদক
শেষ হলো ডিজিটাল মেলা

তিন দিনব্যাপী ডিজিটাল মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ গতকাল শেষ হয়েছে। চতুর্থবারের মতো আয়োজিত এ মেলার শেষ দিন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ছিল প্রযুক্তিপ্রেমীদের উপচে পড়া ভিড়। সব বয়সী প্রযুক্তিপ্রেমীর ভিড় লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গণে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুল্নক্শা হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা গতকাল সাধারণ মানুষ, প্রযুক্তিপ্রেমী, দর্শনার্থীদের ভিড়ে রূপ নিয়েছিল মিলনমেলায়। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ। প্রযুক্তিপ্রেমী খুদে শিক্ষার্থীরাও বাদ যায়নি। দর্শনার্থীরা  মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন। শেষ দিনে গতকাল ছয়টি সেমিনারের আয়োজন করা হয়। ‘অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ‘দ্য রোড টু ফাইভ বিলিয়ন ডলার আইসিটি এক্সপোর্ট বাই ২০২১’ শীর্ষক সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সাইবার সিকিউরিটি শীর্ষক ‘ইউ আর নট সেইফ! ডিজিটাল সিকিউরিটি ফর এভরি সিটিজেন’ সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে অংশ নেন। আইসিসিবির চারটি হলে প্রায় ৪০০টি আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে মেলায় অংশ নেয়। এ ছাড়া সরকারের ৪০টি মন্ত্রণালয়ও তাদের সেবা সম্পর্কে তথ্য উপস্থাপন করে। ‘নন স্টপ বাংলাদেশ’ থিমকে সামনে রেখে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চতুর্থবারের মতো এ আয়োজনের সহযোগিতায় ছিল বিভাগ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প। গতকাল দর্শনার্থীদের উপস্থিতি ও চাহিদার বিষয়টি বিবেচনা করে মেলা নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়। পরে রাত ১০টায় ডিজিটাল ওয়ার্ল্ডের পর্দা নামে।

এই পাতার আরো খবর
up-arrow