রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে মুন্নি আক্তার (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। ঘটনার পর থেকেই মৃতের স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছেন। গতকাল দুপুরে উত্তরখানে নিজ বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, মৃতের গলায় কালো দাগ রয়েছে। শরীরের বিভিন্নস্থানে নির্যাতনের চিহ্নও পাওয়া গেছে। ময়নাতদন্তের পর জানা যাবে মুন্নির মৃত্যুর সঠিক কারণ। মুন্নির নানা আবদুল কাদের জানান, প্রায় দুই বছর আগে রুবেলের সঙ্গে বিয়ে হয় মুন্নির। তাদের একটি কন্যা সন্তানও আছে। বিয়ের পর থেকেই রুবেল যৌতুকের জন্য মুন্নির ওপর নির্যাতন চালাত। সর্বশেষ গত সোমবার রুবেল তাকে মারধর করলে শিশুকন্যাসহ মুন্নি বাপের বাড়ি গাজীপুরের বীরতৈল গ্রামে চলে যায়। শুক্রবার রুবেল সেখানে গিয়ে ক্ষমা চেয়ে মুন্নিকে আবার ফিরিয়ে আনে। উত্তরখানের বাসায় এনেই তার ওপর আবারও নির্যাতন শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ বাসা থেকে মুন্নির লাশ উদ্ধার করে। বিয়ের আগে শুনেছি রুবেল এয়ারপোর্টে চাকরি করে। কিন্তু বিয়ের কয়েক মাস পর জানি সে বেকার এবং মাদকাসক্ত। ময়নাতদন্তকারী চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। তার নিক টিস্যু সংগ্রহ করে হিস্ট্রো প্যাথলজিতে পাঠানো হয়েছে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক বলেন, ধারণা করা হচ্ছে স্বামী রুবেল তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন। এদিকে বাড্ডায় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে অসুস্থ হয়ে আখর আলী (৫০) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে। মৃতের ছেলে আবদুল্লাহ আল মামুন জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর