রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন আজ

আজ ২৩ অক্টোবর। দেশের অন্যতম প্রধান কবি, কবিতার প্রাণপুরুষ প্রয়াত শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন। ১৯২৯ সালের এই দিনে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন কবি। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। ১৩ ভাই-বোনের মধ্যে কবি ছিলেন চতুর্থ। ১৯৪৫ সালে পুরান ঢাকার পোগোজ ইংলিশ হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর ১৯৪৭ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হন। কিন্তু শেষ পর্যন্ত আর চূড়ান্ত পরীক্ষা দেননি। পরবর্তীতে পাসকোর্সে বিএ পাস করে ইংরেজি সাহিত্যে এমএ (প্রিলিমিনারি) পরীক্ষায় দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। কিন্তু চূড়ান্ত পর্বের পরীক্ষায় আর অংশগ্রহণ করেননি। অগণিত ভক্ত, সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের শোকের সাগরে ভাসিয়ে ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ৭৭ বছরের বর্ণাঢ্য জীবনে কবি শামসুর রাহমান নিমজ্জিত ছিলেন কাব্যিক ভালোবাসার বেড়াজালে। দেশের স্বাধীনতা সংগ্রামের ওপর রচিত কবির ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতা দুটি এদেশের মুক্তিকামীদের মনে কবির প্রতি ভিন্নধরনের ভালোবাসার পরস্ফুিরণ ঘটিয়েছে। পেশায় তিনি সাংবাদিক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক বাংলার প্রধান সম্পাদক ছিলেন। যৌথ আয়োজনে আজ কবির ৮৮তম জন্মদিন উদযাপন করবে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ। বিকাল ৪টায় বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরের এই অনুষ্ঠানে থাকবে আলোচনা, নিবেদিত কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমি ও শামসুর রাহমান স্মৃতিপরিষদের সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে কবির বর্ণাঢ্য জীবনের ওপর স্মৃতিচারণ করবেন নাট্যজন রামেন্দু মজুমদার, কবি রবিউল হুসাইন, কবি মুহম্মদ নুরুল হুদা এবং অধ্যাপক রফিকউল্লাহ খান।

সর্বশেষ খবর