রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিক মারধরে পাঁচ ছাত্রলীগ নেতা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক মারধরের দুটি ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাবি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। বহিষ্কৃতরা হলেন শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো (ইতিহাস), সহ-সম্পাদক ইকরাম উদ্দিন অমি (মার্কেটিং) ও ইকরাম নাহিদ (পরিসংখ্যান)। এর মধ্যে টিটোকে দুই বছরের জন্য এবং অমি ও নাহিদকে ছয় মাস করে বহিষ্কারের পাশাপাশি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ কর্মী বায়েজিদ ইসলামকে (উদ্ভিদবিজ্ঞান) সতর্ক করা হয়। ৮ জুন রাতে সংবাদ সংগ্রহকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক তরুণীকে অপহরণের হাত থেকে রক্ষা করতে গিয়ে দণ্ডপ্রাপ্তদের মারধরের শিকার হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি শফিকুল ইসলাম। অন্যদিকে ৭ জুন বিডিপ্রেস ডটনেটের জাবি প্রতিনিধি আবু রায়হানকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মী শরীফ হোসেন লস্করকে (নৃবিজ্ঞান) দুই বছর ও রিয়াজুলকে চার মাস বহিষ্কারের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর