রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিচার দাবিতে মিছিল মানববন্ধন

রাবি প্রতিনিধি

বিচার দাবিতে মিছিল মানববন্ধন

শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। গতকাল সকালে বিভাগের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

চাপ সৃষ্টি না করলে কখনো হত্যাকাণ্ডের বিচার হয় না মন্তব্য করে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘বার বার কেন এভাবে বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে? আমরা তো পুলিশের চাকরি করি না। আমরা জ্ঞানচর্চা করি। লিপু যেহেতু বিভাগের শিক্ষার্থী তাই আমাদের দায় আছে, তেমনি সে হলেরও আবাসিক শিক্ষার্থী। এ দায় হলো প্রশাসনেরও। কিন্তু হল কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ বা তদন্ত কমিটি গঠন করেছে কিনা আমরা জানি না।’

মানববন্ধনে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, প্রভাষক আবদুল্লাহীল বাকী, শিক্ষার্থী রাইসা জান্নাত, মুন্নী, সজীব আহমেদ, আতিক সাদ্দাম, রেজাউল করিম শামীম প্রমুখ। মানববন্ধন শেষে শোকর‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর