রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

খাদিজার শারীরিক অবস্থার আরও উন্নতি

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত কলেজছাত্রী খাদিজার শারীরিক অবস্থার আরেক ধাপ উন্নতি হয়েছে। তাকে শিগগিরই হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে নেওয়া হতে পারে।

গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার বাবা মাসুক মিয়া জানিয়েছেন, খাদিজার অবস্থা আগের চেয়ে ভালো। তবে তাকে ডাকলে শুধু তাকিয়ে থাকে। কথা বলে না। সকালে তাকে জেলি, কেক, পানি ও জুস খাওয়ানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দু-তিন দিনের মধ্যে তাকে কেবিনে নেওয়া হতে পারে। হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, খাদিজা একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। দিন দিন তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে তার কথা বলতে সময় লাগবে। প্রসঙ্গত, ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর