সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আইনি জটিলতার ফাঁদে বাবা-মেয়ে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আইনি জটিলতার ফাঁদে বাবা-মেয়ে হত্যা মামলা

খুলনায় এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণ ও একই সঙ্গে বাবা-মেয়ে হত্যা মামলার বিচার আইনি জটিলতায় বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আইনজীবীদের দাবি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের পৃথক মামলায়  পুলিশ অভিযোগপত্র দিলেও আদালতে গেজেট নোটিফিকেশন জারি না হওয়ায় (পলাতক আসামিদের হাজির হওয়ার বিজ্ঞপ্তি) শুনানিতে কালক্ষেপণ হচ্ছে। হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির দাবি জানিয়েছেন আইনজীবীরা।

জানা গেছে, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাতে খুলনার বুড়ো মৌলভীর দরগা এলাকার এপি ভিলা নামের বাড়ির সেপটিক ট্যাংকি থেকে পারভীন সুলতানা (২৪) ও তার বাবা ইলিয়াছ হোসেন চৌধুরীর (৭০) লাশ উদ্ধার হয়। এ ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা হয়। তবে ২১ সেপ্টেম্বর গ্রেফতার হওয়া মো. লিটন মহানগর হাকিম আদালতে ধর্ষণের পর পারভীনকে হত্যার স্বীকারোক্তি দেয়। ফলে ২২ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে লিটনসহ পাঁচজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা করেন নিহত পারভীনের ভাই রেজাউল আলম। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, মামলা দুটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এখন তা শুনানি ও সাক্ষ্য গ্রহণের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, মামলায় পাঁচজন আসামির মধ্যে এখনো দুজন পলাতক। আইনি জটিলতার ফাঁদে আদালতে পলাতক আসামিদের হাজির হওয়ার বিজ্ঞপ্তি জারি না হওয়ায় নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তিনি হত্যা মামলাটি স্পর্শকাতর মামলা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির দাবি জানান। এদিকে গতকাল একই দাবিতে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছে সম্মিলিত মানবাধিকার সুরক্ষা ফোরাম। মানববন্ধনে অ্যাডভোকেট কুদরত-ই খুদা সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন শাহ মামুনুর রহমান তুহিন, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, রিজিয়া পারভীন, মামলার বাদী রেজাউল আলম চৌধুরী বিপ্লব, হামিদা লায়লা স্নিগ্ধা, আবুল হোসেন হাওলাদার, মনিরুল হক বাচ্চু প্রমুখ।

সর্বশেষ খবর