সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
সাংবাদিক রাহুলকে হুমকি

এমপি মোস্তাফিজুরকে সিইউজের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিক রাহুল দাশকে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সমাবেশ থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলা হয়েছে, এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে মোস্তাফিজুর রহমানের কুশপুত্তলিকা দাহ, তার কার্যালয় ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করাসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি এম নাসিরুল হক,  মোস্তাক আহমদ, আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাবেক যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাংগঠনিক সম্পাদক সবুর, ইউনিট প্রধান বাবুল চৌধুরী (পূর্বদেশ), আবদুর রউফ পাটোয়ারী (প্রিয় চট্টগ্রাম),  উপপ্রধান মাসুদুল হক (টেলিভিশন ইউনিট), সাবেক উপপ্রধান অনিন্দ্য টিটো, রাহুল দাশ, প্রিতম দাশ প্রমুখ। সমাবেশে কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতা লতিফা রুনা, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, ক্যাবল অপারেটর সিসিএলের পরিচালক শ্যামল পালিত কাঞ্চন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বাঁশখালীর সংসদ সদস্যের দেওয়া হুমকি দুঃখজনক। তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাহুল দাশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তা না হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কর্মসূচি দিতে বাধ্য হবে।

সর্বশেষ খবর