সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় মুটকোর্ট টিমের সাফল্য

নিজস্ব প্রতিবেদক

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় মুটকোর্ট টিমের সাফল্য

পুরষ্কার হাতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

গত ২০-২২ অক্টোবর যুদ্ধাপরাধ বিচারের আইন বিষয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে ‘জাতীয় হেনরি ডুন্যান্ট মেমোরিয়াল মুটকোর্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের ২৩ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। এরমধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট টিমের প্রতিনিধিত্ব করেন মো. পিজুয়ার  হোসেন, জান্নাতুল শরীয়াত দিশা ও তাইয়েবা তাছমিন তুরাগ। টিমের কোচের দায়িত্বে ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর তুরিন আফরোজ।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুট টিম প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে অপরাজিত থাকে। একই সঙ্গে যুদ্ধাপরাধ বিচারের আইন বিষয়ে ‘শ্রেষ্ঠ গবেষণাকারী দল’ হিসেবে পুরস্কারও জিতে নেয়। প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা।

সর্বশেষ খবর