মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সব মানুষ নিজের পাঁয়ে দাঁড়াবে : জয়

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সোনার বাংলার প্রকৃত অর্থ হলো বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ নিজের পায়ে দাঁড়াবে। অন্য কারও ওপর তাদের নির্ভরশীল হতে হবে না। আওয়ামী লীগ সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। গত সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-শিক্ষার্থীদের জন্য নবনির্মিত ‘আইটি কাম কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মোতাবেক বাংলার মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি মানুষকে প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর