মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন পেশ করেন। দুদকের ধারা অনুযায়ী, প্রতি বছর পূর্ববর্তী বছরের সম্পাদিত কার্যাবলী সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করার বাধ্যবাধকতা আছে। ২০১৫ সালে প্রণীত প্রতিবেদনে ৮টি অধ্যায় আছে। অধ্যায়গুলো হচ্ছে, দুর্নীতি দমন কমিশন প্রেক্ষাপট ও পরিচিতি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিকারমূলক পদক্ষেপ, দুর্নীতি প্রতিরোধ, গণশুনানি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কমিশনের তথ্য ব্যবস্থাপনা, আগামী অভিযাত্রায় কমিশনের কর্মপরিকল্পনা ও সুপারিশমালা। এ বছরই কমিশন প্রথমবারের মতো সরকারি সেবা, সরকারি নিয়োগ, সরকারি ক্রয় কার্যাদি, সরকারি নির্মাণ/মেরামত/সংস্কার, কার্যপদ্ধতি সংস্কার, ব্যাংক- আর্থিক প্রতিষ্ঠান ও বিবিধ সংক্রান্ত অর্থাৎ মোট ৭টি ক্যাটাগরিতে ৩২টি সুপারিশ পেশ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর