মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মানবেতর জীবনযাপনে আহত শ্রমিকরা

টাম্পাকো ট্র্যাজেডি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছেন। নেই চাকরি, নেই চিকিৎসার টাকা। খোঁজ নিচ্ছে না কারখানার মালিকপক্ষের কেউ। সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শ্রমিকদের মাত্র ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে; যা দিয়ে চিকিৎসা চালানো সম্ভব নয়। আহত শ্রমিকরা কেউ ৭০ হাজার, কেউ ৮০ হাজার টাকা চিকিৎসা বাবদ ব্যয় করেছেন। আবার অনেকেই এখনো ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। অনেক শ্রমিক চিকিৎসার টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন। কবে নাগাদ সুস্থ হবেন আর কবেই বা নতুন করে চাকরি নিয়ে সংসারের হাল ধরবেন, তা নিয়েও দুশ্চিন্তায় আহত শ্রমিকের পরিবার-পরিজন।

টাম্পাকো কারখানার সিনিয়র অপারেটর আহত প্রাণকৃষ্ণ সরকারের স্ত্রী অঞ্জনা সরকার বলেন, ‘আমার স্বামী ঢামেক হাসপাতালে ভর্তি ছিল। বাসায় নিয়ে এসেছি। এ পর্যন্ত ৭০-৮০ হাজার টাকা খরচ হয়েছে। মাত্র ১০ হাজার টাকা পেয়েছি। ঘটনার দিন আমার স্বামীর ডান পা ভেঙে যায় এবং শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। বর্তমানে পঙ্গু হয়ে পড়ে আছে। কারখানা মালিক কিংবা কেউ কোনো খোঁজ নিচ্ছে না।’ আহত আরেক শ্রমিক ইলেকট্রিশিয়ান রোকন বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা পেয়েছি মাত্র।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর