মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে তিন খাবার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযানে তাদের মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন করায় ধানমন্ডির ১৮ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়িতে লিভ কিচেনের ব্যবস্থাপক সাব্বির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে আগারগাঁওয়ের ফুড সেন্টারের ব্যবস্থাপক রিপনকে করা হয়েছে ১ লাখ টাকা জরিমানা। আর মিরপুর-১০-এর শওকত কাবার ঘরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর