বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঢাবির ক ইউনিটে পাস ১৩.৫৫ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক‘ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার পাস করেছে ১৩ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল ঘোষণা করেন। উপাচার্য জানান, এ বছর ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ৫২২ জন শিক্ষার্থী। পাস করেছে ১১ হাজার ৩৩০ জন। ‘ক’ ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৭৪৫টি। পাস করা শিক্ষার্থীরা ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। কোটায় ভর্তির জন্য ৩ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ফার্মেসি অনুষদের ডিন অফিস রয়েছে। এ ছাড়াও ফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত ফার্মেসি অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর