বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘কওমির স্বীকৃতি হতে হবে নিয়ন্ত্রণমুক্ত’

নিজস্ব প্রতিবেদক

কওমি সনদের স্বীকৃতি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণমুক্ত হতে হবে বলে দাবি করেছেন কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য সচিব ও গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন। তিনি বলেন, সনদের জন্য যে কর্তৃপক্ষ গঠিত হবে তার সদস্য নির্বাচিত হবে কওমির আলেমদের মতামতের ভিত্তিতে। কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য সচিব নির্বাচন করবেন সদস্যরা। এর মধ্যে সরকারি কোনো কর্মকর্তা থাকবে না। গতকাল মিরপুর কেন্দ্রীয় মসজিদ, মাদ্রাসা মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন কওমি সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সভাপতি মুফতি খালিদ সাইফুল্লাহ।

সর্বশেষ খবর