বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এখন বড় ঋণ নিতে পারি : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এখন বড় ঋণ নিতে পারি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কনফিডেন্স বাড়িয়েছে। এখন আমরা পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের সাহস পাচ্ছি। এত দিন সহজ শর্তে ছোট ঋণ নিতাম। এখন বড় ঋণ নেওয়ার সাহস পাচ্ছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। গতকাল সচিবালয়ে সদ্য সমাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন, ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফায়জুর রহমান ফারুক প্রমুখ আলোচনায় অংশ নেন।

সর্বশেষ খবর