বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কায়ান্ট নামে ঘূর্ণিঝড়ে রূপ নিল নিম্নচাপটি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নামকরণ করা হয়েছে কায়ান্ট। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার ফলে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবরের দিকে ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হানতে পারে। গতকাল আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি গতকাল সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ সময় এটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

সর্বশেষ খবর