বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উত্তরা ব্যাংকের কার্যালয়ে বহিরাগতদের হামলা

নিজস্ব প্রতিবেদক

উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ে সিবিএ অফিসের দখল নিতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলার ঘটনা ঘটেছে। গতকাল মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে সিবিএর সাবেক নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। সিবিএ কার্যালয় দখল নিতে এসে ব্যাংকের লোকাল শাখার মধ্যে সাধারণ কর্মচারী ও গ্রাহকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়। সাধারণ গ্রাহকরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি দল লাঠি নিয়ে ব্যাংকের মধ্যে প্রবেশ করে। প্রথমে সবাই ডাকাত ভাবলে তারা কাউকে কিছু না বলে দ্বিতীয় তলায় উঠতে যায়। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা তাদের ওপর চড়াও হয়। ব্যাংকের এমডির কক্ষে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর বর্তমান সিবিএ কমিটির লোকজনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ব্যাংক থেকে মতিঝিল থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

জানতে চাইলে ব্যাংকের লোকাল শাখার জেনারেল ম্যানেজার আশরাফুজ্জামান বলেন, হামলার ঘটনা ঘটেছে। এখন এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

সর্বশেষ খবর