শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

কমিটি না হওয়ায় কর্মীরা হতাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়েই সংগঠনটি আজ বিকাল ৩টায় বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। তবে তিন বছর ধরে মেয়াদোত্তীর্ণ থাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব এখন যুবদলের সভাপতি প্রার্থী। এ ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও সভাপতি প্রার্থী। ছাত্রদলের সাবেক এরপর নেতা সানাউল হক নীরুর কথাও বলছেন কেউ কেউ। জানা যায়, যুবদলের কমিটি নিয়ে বেগম জিয়া কাজ করছেন। নানা জনের নানা মত থাকায় কমিটি ঘোষণা করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন তিনি। এ কারণে কমিটি গঠন প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে। সম্প্রতি সাইফুল আলম নিরবকে ডেকে পাঠান বিএনপি-প্রধান। তার কাছ থেকে সাংগঠনিক খোঁজখবর নেন। নিরবের প্রতি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত রয়েছে বলে জানা গেছে। তবে সুলতান সালাউদ্দিন টুকু ও রফিকুল ইসলাম মজনুর নেতৃত্বাধীন যুবদল কমিটি দিতে বিএনপির প্রভাবশালী কিছু নেতা বেগম জিয়াকে পরামর্শ দিচ্ছেন। আবার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে যুবদলের কমিটি গঠনেও বেগম জিয়ার কাছে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন। এতে সংগঠনের ভারসাম্য রক্ষা হবে বলেও বিএনপির একাংশের নেতাদের অভিমত। যুবদলের কমিটি প্রসঙ্গে সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘চেয়ারপারসন যখন চাইবেন কমিটি দেবেন। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে কমিটি মেয়াদোত্তীর্ণ। আশা করছি, নেতা-কর্মীদের প্রত্যাশা অনুযায়ী শিগগিরই কমিটি দেবেন তিনি।’ যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ জানান, ‘সরকারের হামলা-মামলার কারণে যুবদলের কমিটি হতে বিলম্ব হচ্ছে। কিন্তু থেমে নেই সাংগঠনিক কর্মকাণ্ড। আশা করছি, বিএনপি চেয়ারপারসন শিগগিরই যুবদলের কমিটি ঘোষণা করবেন।

সর্বশেষ খবর