বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জবি শিক্ষার্থীকে মারধর প্রতিবাদে বাস ভাঙচুর

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবম ব্যাচের এক শিক্ষার্থীকে মারধর ও হাফ ভাড়া না নেওয়ায় বিহঙ্গ পরিবহনের ৮টি বাস ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুর শাহ পার্কের সামনে বিহঙ্গ পরিবহনের বাসগুলো সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার জন্য দাঁড়ানো ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিহঙ্গ পরিবহনের ৮টি বাস ভাঙচুর করে ও দুটি বাস ক্যাম্পাসে নিয়ে আটকে রাখে। পরে বাসগুলো ছেড়ে দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে মেহেদী নামে এক শিক্ষার্থী মিরপুর থেকে সদরঘাটে ফিরছিলেন। এ সময় বিহঙ্গ পরিবহনের সুপারভাইজারের সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গাড়ির হেলপার ছুটে এসে ওই শিক্ষার্থীকে বেধড়ক মারতে থাকে। মারধরের একপর্যায়ে মেহেদীকে বাস থেকে ফেলে দেন। বংশাল চৌরাস্তার মোড়ে গাড়ি রেখে পালিয়ে যান স্টাফরা। পরে খবর পেয়ে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। মেহেদীকে  ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি। তবে শিক্ষার্থীকে মারধর ও বাস ভাঙচুরের ঘটনা শুনেছি।

সর্বশেষ খবর