শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গ্রামীণ আমেরিকার ৫০ কোটি ডলার ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ আমেরিকা ৫০ কোটি ডলার ঋণ বিতরণের মাইলফলক অতিক্রম করল। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ আমেরিকার পরিচালনা পর্ষদের সভায় মাইলফলক অতিক্রমের এ ঘোষণা দেওয়া হয়। গতকাল ঢাকার ইউনূস সেন্টার এ তথ্য জানায়। ইউনূস সেন্টার জানায়, নিউইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে গ্রামীণ আমেরিকা ২০০৮ সালে তার যাত্রা শুরু করে। এ পর্যন্ত ৮১ হাজার ১০০ নারীকে তাদের ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটি ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে। এ কর্মসূচির অধীনে এ পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৪৪৫টি ঋণ অনুমোদিত হয়েছে। এই ব্যবসাগুলো থেকে ৭৫ হাজার ১৫৫ জনের নতুন কর্মসংস্থান হয়েছে। প্রফেসর ইউনূস গ্রামীণ আমেরিকার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে সিং ফর হোপের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যোগ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর