শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাবু-জুয়েলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কমিটি

নিজস্ব প্রতিবেদক

বাবু-জুয়েলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কমিটি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কেন্দ্রীয় কমিটি দেওয়া হয়েছে। গতকাল দুপুরে শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি দেয় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাত সদস্যের কমিটি অনুমোদন দেন। দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সদ্যবিদায়ী কমিটি চার বছর ধরে মেয়াদোত্তীর্ণ।

জাতীয়তাবাদী যুবদলের কমিটি সবার আগে দেওয়ার কথা ছিল। কিন্তু শীর্ষ নেতৃত্ব নির্বাচনে জটিলতা সৃষ্টি হওয়ায় কয়েক দিন      সময় লাগতে পারে বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০০৯ সালের আগস্টে হাবিব-উন-নবী খান সোহেলকে সভাপতি, মীর সরাফত আলী সপুকে সাধারণ সম্পাদক ও শফিউল বারী বাবুকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর এক বছর পর ৩৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে হাবিব-উন-নবী খান সোহেলকে বিএনপির যুগ্ম মহাসচিব ও মীর সরাফত আলী সপুকে দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক করা হয়েছে। নবঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। এ ছাড়া সহ-সভাপতি পদে গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ইয়াসিন আলীকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের নির্দেশক্রমে বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের মহাসচিব এ কমিটি অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধান চালু রয়েছে। মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সম্পাদকীয় পদে রয়েছেন। তিনি এরই মধ্যে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর