শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দীপাবলি উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর কাউনিয়ার মহাশ্মশান ও নতুন বাজারের আদি শ্মশানে আজ অনুষ্ঠিত হচ্ছে ভারত উপমহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব। প্রতি বছর হিন্দুধর্মাবলম্বীরা ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে বরিশালের আদি শ্মশানে তাদের লোকান্তরিত স্বজনদের সমাধিতে এসে প্রদীপ প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত স্বজনদের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে সেখানে তাদের স্মরণে পূজা-অর্চনা করেন। দীপাবলি উৎসব উপলক্ষে কাউনিয়া মহাশ্মশান ও নতুন বাজারের আদি শ্মশানে সমবেত হবেন দেশ-বিদেশের হাজার হাজার হিন্দু নর-নারী। প্রয়াতদের স্মরণানুষ্ঠান হলেও দীপাবলি উৎসব কেন্দ্র করে সৃষ্টি হয় মিলনমেলার। উৎসবের মাত্রা বাড়াতে শ্মশান রক্ষা কমিটি মহাশ্মশান এলাকায় ব্যাপক আলোকসজ্জা করেছে। ঐতিহ্যবাহী এ দীপাবলি উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নানা পদক্ষেপ নিয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর