শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বীরশ্রেষ্ঠ হামিদুরের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

প্রতিদিন ডেস্ক

বীরশ্রেষ্ঠ হামিদুরের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলার ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। তার নামে গড়ে উঠেছে ঝিনাইদহের জেলা শহরে স্টেডিয়াম, মহেশপুরে কলেজ, জাদুঘর। হামিদুর রহমানের নিজ গ্রাম মহেশপুরের খর্দ খালিশপুর। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, গ্রামের নামটি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের নামে ‘হামিদনগর’ রাখা হোক। কিন্তু সে দাবি পূরণ হয়নি আজও।

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ধ্বংস করেন পাকসেনাদের দুটি মেশিন গান পোস্ট।

শাহাদাতবরণের পর  তার সহযোদ্ধারা লাশ ভারতে নিয়ে ত্রিপুরার আমবাশা এলাকায় সমাহিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর