শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অতুলের গানে শেকড়ে ফিরলেন দর্শক-শ্রোতা

সাংস্কৃতিক প্রতিবেদক

অতুলের গানে শেকড়ে ফিরলেন দর্শক-শ্রোতা

বাঙালিত্বের শেকড়ে নিয়ে গেছে অতুল প্রসাদ সেনের ‘মম মনের বিজনে’ শীর্ষক সংগীতানুষ্ঠান। গতকাল সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশন দর্শক-শ্রোতাদের জন্য এই আসরের আয়োজন করেছিল। আসর বসেছিল ফার্মগেটের ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে।  বাংলা গানের বিরাট অংশ জুড়ে আছেন অতুল প্রসাদ সেন। পঞ্চকবির অন্যতম এই কবির গানের মধ্যদিয়েই শেকড় ও অস্তিত্বের দেখা পান বাঙালি। স্বদেশিসংগীত, ভক্তিগীতি ও প্রেমের গানে তিন ধারায় বিভক্ত অতুল প্রসাদ সেনের গান। সংগীতাসরে অতুল প্রসাদের এসব গান পরিবেশন করেন লাইসা আহমদ লিসা ও সিফায়েত উল্লাহ। ‘কে গো গাহিলে পথে’ গানটির মধ্য দিয়ে সিফায়েত উল্লাহ তার একক পরিবেশনা শুরু করেন। এরপর তিনি একে একে পরিবেশন করেন ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ ‘ওগো নিঠুর দরদী, একি খেলছ অনুক্ষণ’ ‘মুরলী কাঁদে’ ‘রাধে রাধে’ ও ‘মম মনের বিজনে’। এরপর মঞ্চে আসেন লাইসা আহমদ লিসা। ‘কে গো তুমি আসিলে অতিথি’ দিয়ে শুরু করে তিনি একে একে পরিবেশন করেন, ‘কে আবার বাজায় বাঁশি’ ‘ডাকে কোয়েলা বারে বারে’ ‘মধুকালে এল হোলি’ ‘বাদল ঝুমা ঝুমা বলে’ ‘আমি বাধিনু তোমার তীরে’ ‘যাব না যাব না’ ‘মনোপথে এল বনহরিণী’ ‘মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে’ এবং ‘ওরে মন তোর বিজনে’। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর