শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নারীর প্রতি সহিংসতাকারীদের দ্রুত বিচারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

নারীর প্রতি সহিংসতাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদ ভবনে কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, নাসরিন জাহান রত্না, ফজিলাতুন নেসা বাপ্পি, আমিনা আহমেদ ও রিফাত আমিন বৈঠকে অংশ নেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়। এ ছাড়া ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ বাস্তবায়নের সময় একই ক্যাম্পাসে মহিলাবিষয়ক অধিদফতর, শিশু একাডেমি ভবন ও মহিলা সংস্থার কার্যালয়ের ভবন নির্মাণের ব্যবস্থা রেখে নকশা প্রণয়নের সুপারিশ করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর