শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কওমি স্বীকৃতি নিয়ে টালবাহানা সমীচীন নয়

-------------------------- ইয়াহ্ ইয়া মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব শাইখুল হাদিস আল্লামা ইয়াহ্ ইয়া মাহমুদ বলেছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি মাদ্রাসা ছাত্রদের অধিকার। এ নিয়ে সরকারের টালবাহানা সমীচীন নয়। তিনি বলেন, কওমি সনদের স্বীকৃতি দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। এ শিক্ষা সনদের দাবি সমস্ত আলেম-ওলামার। গতকাল রাজধানীর বনশ্রীতে সংগঠনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইয়াহ্ ইয়া মাহমুদ বলেন, কেবলমাত্র মওদুদীবাদী জামায়াতের এজেন্ট হয়ে কতিপয় আলেম স্বীকৃতির বিরোধিতা করছেন। যেন বর্তমান সরকারের কাছ থেকে এ শিক্ষা সনদ না নিতে হয়। কারণ এ সরকারের কাছ থেকে স্বীকৃতি নিলে তাদের রাজনীতির হাতিয়ার হাতছাড়া হয়ে যায়। তাই তারা বিভিন্নভাবে এ নিয়ে কালক্ষেপণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি সরকারকে বুঝতে হবে। স্বীকৃতি নিয়ে দাবি প্রসঙ্গে বিশিষ্ট এ আলেমেদ্বীন বলেন, দালিলিকভাবে এ কথা সত্য দেশ জাতি ও সমাজ রক্ষায় কওমি শিক্ষা অসামান্য অবদান রেখে চলেছে। তাই কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, কওমি সনদে দেওবন্দের ব্যাখ্যা, আহলে সুন্নতের আকিদা সম্পূর্ণ অক্ষুণ্ন রাখতে হবে। সনদে কওমি মাদ্রাসার নেসাব, নেযামে তালিমে ও মাদ্রাসা পরিচালনা পদ্ধতিতে হস্তক্ষেপ করা যাবে না। কওমি মাদ্রাসা এমপিওভুক্ত হবে না। মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করতে পারবে না। মাদ্রাসা বোর্ডগুলো নিজস্ব বিধান অনুযায়ী পরিচালিত হবে। তিনি বলেন, মাদ্রাসা পরিচালনার জন্য দারুল উলুম দেওবন্দের আটটি মূলনীতির ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করতে হবে। কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন একটি স্বাধীন সংস্থা হিসেবে বহাল থাকবে। কওমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত কওমি কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ন্ত্রণ করবে, সেখানে কোনো সরকারি কর্মকর্তা থাকবে না। কওমি কমিশন প্রণীত ও দাখিলকৃত সিলেবাসকেই কওমি মাদ্রাসার সিলেবাস হিসেবে বহাল রাখতে হবে এবং কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধানদের সুপারিশে কওমি কর্তৃপক্ষ গঠন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর