শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অপরাধীকে ছাড় না দিতে পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

অপরাধী যে দলেরই হোক না কেন তাকে ছাড় না দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল পুলিশ সদর দফতরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য পুলিশকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে পুলিশ যে সাফল্য দেখিয়েছে তা প্রশংসনীয়। আপনাদের এ কৃতিত্বপূর্ণ অবদান দেশেই নয়, বিশ্ববাসীর কাছেও প্রশংসিত হয়েছে। আইজিপি বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ দেখাতে হবে। তিনি উপকূলীয় এলাকায় পুলিশ, র‌্যাব এবং কোস্টগার্ডকে মাদকদ্রব্য বিশেষ করে ইয়াবা চোরাচালান বন্ধের নির্দেশ দেন। শিশু হত্যা, অপহরণ, শিশু ধর্ষণ মামলা নিয়মিত তদারক করার জন্য জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেন। তিনি জঙ্গিদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার জন্য নির্দেশ দেন। জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার জন্য হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে নির্দেশের পাশাপাশি চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর জোর দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর