শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আলোচনায় চট্টগ্রামের আর কে কে স্থান পাচ্ছেন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আলোচনায় চট্টগ্রামের আর কে কে স্থান পাচ্ছেন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের আর কারা স্থান পাচ্ছেন সেই জল্পনা-কল্পনাই এখন নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। কমিটিতে যারা ছিলেন তারা ছাড়াও নতুন আরও কয়েকজনের নাম মুখে মুখে আলোচিত হচ্ছে। তাদের ত্যাগ, যোগ্যতা, জেল-জুলুম, নির্যাতন ভোগসহ নানা বিষয় আলোচনায় উঠে এসেছে। এই আলোচনায় সাবেক ছাত্রনেতাদের পাশাপাশি এক নারী সংসদ সদস্যও রয়েছেন। আজ-কালকের মধ্যেই নতুন কারা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাচ্ছেন সেই ঘোষণা আসতে পারে। তবে দলীয় কার্যালয়সহ শীর্ষ নেতাদের মধ্যে আলোচনার মধ্যে থাকলেও এখন সবার দৃষ্টি শুধু দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান দলের কেন্দ্রীয় নেতাসহ সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, চট্টগ্রামের জন্য আরও নতুন কোনো চমক আসবে কিনা সেটা নির্ভর করছে দলের সভাপতির ওপরই। তিনি দলীয় আনুগত্য ও সাংগঠনিক দক্ষতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এতে তিনি যাদের যোগ্য মনে করবেন তারাই দলীয় বিভিন্ন পদে আসতে পারেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে লবিং তদবির অব্যাহত রেখেছেন চট্টগ্রামের কয়েকজন। এদের মধ্যে আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী মরহুম আখতারুজ্জামান চৌধুরীর ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম  ফজলে করিম চৌধুরী এমপি, দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সারের  মেয়ে ওয়াশিকা আয়েশা খান এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলাম আমিন, শাহজাদা মহিউদ্দিন, মাঈনুদ্দিন হাসান, দলের নব-নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ছেলে মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সীমান্ত তালুকদার, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কয়েকজন।

সর্বশেষ খবর