শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা সম্ভব

————— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, মানুষের ভিতর আত্মশুদ্ধি বা আল্লাহর ভয় না থাকায় মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। আত্মশুদ্ধির মাধ্যমেই জননিরাপত্তা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা সম্ভব। রসুল (সা.)-এর চরিত্রের অনুসরণ ও অনুকরণ না থাকায় হিংসা-বিদ্বেষের আগুনে জ্বলেপুড়ে ছাই হচ্ছে মানুষ।

গতকাল রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভাপতিত্ব করেন রাজাবাজার জামে মসজিদের খতিব অধ্যাপক হাফেজ মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন। বাংলাদেশ মুজাহিদ কমিটি শেরেবাংলানগর থানা ও রাজাবাজারবাসী এ সম্মেলনের আয়োজন করে। মুহাম্মদ মাহবুবুল আলম ও মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মুকুলের পরিচালনায় বক্তব্য দেন মাওলানা মকবুল হোসাইন, মুফতি কামরুল ইসলাম আরেফী, মুফতি মাহবুবুর রহমান, মুফতি মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর