শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঋণ বাণিজ্যের সুযোগ নিচ্ছে বিশ্বব্যাংক

—ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ঋণ বাণিজ্যের সুযোগ নিচ্ছে বিশ্বব্যাংক

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ‘বিশ্বব্যাংক ঋণ বাণিজ্যের সুযোগ নিচ্ছে’ উল্লেখ করে বলেছেন, প্যারিস চুক্তি অনুসারে শিল্পোন্নত দেশগুলো কার্বন নির্গমন কমানো এবং জলবায়ু অর্থায়নের যে ঐচ্ছিক প্রতিশ্রুতি দিয়েছে, তাতে পৃথিবীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারে। তিনি বলেন, শিল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও সবুজ জলবায়ু তহবিলের (জিসিএফ) আর্থিক, পরিবেশগত এবং অন্যায্য মানদণ্ড নিশ্চিত করতে সক্ষম না হওয়ায় উন্নয়নশীল দেশগুলো সরাসরি তা সংগ্রহ করতে পারছে না। অন্যদিকে এ সুযোগে বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান ঋণ বাণিজ্যের সুযোগ নিচ্ছে, যা কাম্য নয়। আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২২) উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জলবায়ু ন্যায্যতা সপ্তাহ ২০১৬’ শীর্ষক সমাপনী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় পরিবেশ সংগঠনগুলোর পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের শিকার উপকূলীয় মানুষের জন্য উন্নত বিশ্বের কাছ থেকে ঋণের বদলে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ড. ইফতেখারুজ্জামান আসন্ন কপ-২২ সম্মেলনে প্রতিশ্রুত ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলোকে অনুদান প্রদান এবং একই সঙ্গে বিশ্বব্যাংকের ঋণ বাণিজ্য বন্ধ করার পাশাপাশি এ ধরনের ঋণ গ্রহণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ক্লিন-টিআইবি-সনাক খুলনা ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক কুদরত-ই-খুদার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা ঘোষণা’ পাঠ করেন ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর