রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ডিএমপির ৫০তম থানা হাতিরঝিল

আলী আজম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০তম থানা হচ্ছে হাতিরঝিল। রমনা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেশকিছু অংশ নিয়ে এ থানা গঠনের পরিকল্পনা করা হয়েছে। এটি এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পে ৩০২ একর জায়গা জুড়ে লেক, চারদিকে ৯.৮০ কিলোমিটার রাস্তা, ১০টি ব্রিজ, ভায়াডাক্ট-৩, ওভারপাসসহ অনেক ফার্নিচার স্ট্রিট লাইট এবং অন্যান্য অবকাঠামো রয়েছে। কিন্তু যথাযথ নিরাপত্তাব্যবস্থার অভাব রয়েছে কাজী নজরুল ইসলাম এভিনিউ থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত। ফলে এ বিশাল প্রকল্প এলাকার গাছপালা নষ্ট করা, ডাস্টবিন চুরি, বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় লোকজনের প্রাণহানি ঘটা, ইলেকট্রিক পোল বা লাইটের তার চুরির মতো ঘটনা ঘটছে। পাশাপাশি ব্রিজ, ভায়াডাক্ট ও ভিইয়িং ডেকসমূহের রেলিংও ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে। চুরি হচ্ছে প্রকল্প এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ইলেকট্রিক ক্যাবল। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হলে নগরবাসীর নিরাপত্তা আরও একধাপ বাড়বে।

সর্বশেষ খবর