সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভ্যাট কমানোর দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

২ নভেম্বর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ভ্যাট কমানোর দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজধানীর এফবিসিসিআই ভবনের সামনে গতকাল প্রতিবাদ সমাবেশ করে ব্যবসায়ী ঐক্য ফোরাম —বাংলাদেশ প্রতিদিন

মূল্য সংযোজন কর বা ভ্যাট কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশে ২ নভেম্বর রাজধানীর সব দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও কল কারখানায় পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন ঢাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাদের জোট ব্যবসায়ী ঐক্য ফোরাম ২০ নভেম্বরের মধ্যে ভ্যাট নিয়ে তাদের সব দাবি না মানলে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দিয়েছে। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআই ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব। সমাবেশে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং মার্কেটের দোকান মালিক সমিতির নেতা ও শত শত ব্যবসায়ী ব্যানার নিয়ে অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আবদুস সালামসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর