সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

স্থগিতাদেশ বাড়ল ২৩৬৭ মুক্তিযোদ্ধার স্বীকৃতির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের ২ হাজার ৩৬৭ গেরিলা মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তার ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশের মেয়াদ দুই সপ্তাহ বৃদ্ধি করে। ২ হাজার ৩৬৭ গেরিলা মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে ৮ সেপ্টেম্বর রায় দেয় হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ ২৫ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এরপর ৯ অক্টোবরের আদেশে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর