সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। পাশাপাশি বৈশাখী ভাতা প্রদানসহ ২০১৫ সালের ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলের দাবিও জানানো হয়।

এ দাবিতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দাবি আদায়ে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে ২৭ নভেম্বর সারা দেশের উপজেলা সদরে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ, ৮ জানুয়ারি সারা দেশে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ১০ থেকে ২০ জানুয়ারি বিভাগীয় সমাবেশ এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২৫ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শিক্ষক সমাবেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর