মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

উত্তরা ব্যাংকে সন্ত্রাসী হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

উত্তরা ব্যাংকের মতিঝিল লোকাল শাখায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে ব্যাংকের সাবেক এক সিবিএ নেতার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এ হামলা চালায়। তারা ব্যাংকের আসবাবপত্র ভাঙচুরসহ কর্মকর্তাদের লাঞ্ছিত করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা লাঠি নিয়ে ব্যাংকের ভিতর প্রবেশ করে। প্রথমে তাদের ডাকাত মনে করে কর্মকর্তা ও গ্রাহকরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ অবস্থায় হামলাকারীরা ব্যাংক কর্মকর্তাদের মারধর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালানোর সময় তিনজনকে পুলিশ ধরে ফেলে। এরা হলেন মো. কামরুজ্জামান, মো. আরিফুর রহমান ও মো. শাহাবুদ্দিন। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, উত্তরা ব্যাংকের সাবেক সিবিএ নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। যদিও সিবিএর আরেক অংশ দাবি করেছে, জালাল আহমেদরা মতিঝিল এলাকায় ঢুকতেই পারে না। ব্যাংকের লোকাল শাখার জিএম আশরাফুজ্জামান বলেন, অতর্কিত হামলায় ব্যাংকের মধ্যে ভীতির সঞ্চার হয়। গত ২৬ অক্টোবরও তারা এ ধরনের হামলা করেছিল। পরে ব্যাংকের পক্ষ থেকে এ ব্যাপারে জিডি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর