মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বাস্থ্যসেবায় ১৩ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে চসিক : মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে চসিক বছরে ১৩ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এ টাকায় মাতৃসদন হাসপাতাল, নগর স্বাস্থ্যকেন্দ্র, ইপিআই কেন্দ্র ও চারটি স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে। দেশের আর কোনো করপোরেশনে সেবার এমন উদ্যোগ নেই। এ খাতে সরকার থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। তারপরও নাগরিক সেবার স্বার্থে, স্বাস্থ্যসেবাকে গতিশীল এবং নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চসিক। গতকাল বিকালে চসিক মিলনায়তনে স্বাস্থ্য বিভাগে কর্মরতদের সঙ্গে সমন্বয় সভায় মেয়র এসব কথা বলেন। চসিকের এ সংক্রান্ত কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হকের সভাপতিত্বে সভায় সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

সর্বশেষ খবর