মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গণতন্ত্র পুনরুদ্ধারে আপস হবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায় প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবনের শেষ রক্ত বিন্দু দিতেও পিছপা হব না।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশিষ্ট রাজনীতিক অলি আহাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি এস আল মামুনের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, অধ্যাপক আবদুল গফুর, বিএনপি নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার গণতান্ত্রিক সব সম্ভাবনা বিনষ্ট করেছে। তাদের রাজনীতি জাতিকে নিঃস্ব করে দিচ্ছে। কোনোরকম জবাবদিহিতা ছাড়া অহরহ মানুষ হত্যা চলছে। এ থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। অলি আহাদের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল অলি আহাদের লড়াই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর