মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নন-ক্যাডার ৯৯ জন পুলিশের পদোন্নতি নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

নন ক্যাডার ৯৯ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া কেন অবৈধ ও কর্তৃত্ব বহির্ভূত বলে ঘোষণা করা হবে না, তার কারণ জানতে  চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পদোন্নতি বঞ্চিত এক পুলিশ সদস্যের করা প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি কাজী  রেজাউল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্তদের ওই তালিকা থেকে বাদ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। জানা গেছে, ১৬ জুলাই পুলিশের উপ-মহাপরিদর্শক  (প্রশাসন) এর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে ৯৯ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি  দেওয়া হয়।

সর্বশেষ খবর