মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাবি ‘ঘ’ ইউনিটে পাস ৯.৮৩ ভাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সম্মিলিত পাসের হার ৯ দশমিক ৮৩ শতাংশ।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ বছর ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৭৬ হাজার ৯৮৯ শিক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৭ হাজার ৫৫৬ জন। পাশের হার বিজ্ঞানে ৯ দশমিক ২৯, মানবিকে ১৯ দশমিক ৩৪ ও ব্যবসায় শিক্ষায় ৬ দশমিক ০৫ ভাগ। এই ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৫৪০টি। পরীক্ষার বিস্তারিত ফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া, DU<>GHA<> roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে এসএসএস send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবেন। উত্তীর্ণরা ৭ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন। আর কোটায় আবেদনকারীদের ৬ নভেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর