বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

খাদ্য অধিদফতরের সিল মারা ২৫০ বস্তা পচা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিসিক শিল্প এলাকায় একটি ভেজাল ও নিম্নমানের চালের কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বেলা সোয়া দুইটায় অগ্রণী ফুড ইন্ডাট্রিজ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৭০০ বস্তা চাল জব্দ করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক, তার ছেলে ও ৭ শ্রমিককে আটক করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, একটি কারখানা থেকে খাদ্য অধিদফতরের সিল দেওয়া ২৫০টি পচা চালের বস্তা ও প্রায় ৩৮০ বস্তা নিম্নমানের চাল জব্দ করা হয়েছে। খাদ্য অধিদফতরের সিল লাগানো চালগুলো খোলাবাজারে কম দামে নিম্নআয়ের মানুষদের কাছে বিক্রি করার কথা। কিন্তু এসব চাল এখানে কীভাবে এল এমন প্রশ্নে পুলিশ কর্মকর্তা বলেন, হয়তো খাদ্য অধিদফতরের চালগুলো অবৈধ উপায়ে এখানে আনা হয়েছে অন্য চালের সঙ্গে মিশিয়ে বিক্রির জন্য। না হয় ওএমএস চালের জন্য টেন্ডার নেওয়া ব্যক্তিরা এসব পচা ও নিম্নমানের চাল খাদ্য অধিদফতরকে সরবরাহ করছিল।

সর্বশেষ খবর