বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতি মামলায় এরশাদের আপিল শুনানি ১৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের আপিলের শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি  মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে ২২ আগস্ট এই মামলার শুনানির তারিখ ধার্য চেয়ে হাইকোর্টে আবেদন জানান দুদকের আইনজীবী। এরই সূত্র ধরে বিষয়টি বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চে আসে। দুর্নীতির মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি বিচারিক আদালত এরশাদকে তিন বছরের সাজা দেন। রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন এরশাদ। সেই আপিলে ২০১২ সালের ২৬ জুন পক্ষভুক্ত হয় দুদক। আপিলের দুই যুগ পর শুনানির উদ্যোগ নেয় দুদক। 

রাষ্ট্রপতি থাকাকালে এরশাদ ১৯৮৩ থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি বলে মামলায় অভিযোগ করা হয়। এ অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর